পটুয়াখালীতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্পে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কাংখিত পুলিশ নিয়োগে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম , পুলিশ সুপার, পটুয়াখালী এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ড পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৪৩ (তেতাল্লিশ) জনের নাম ঘোষনা করেন ।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ২৫০৮ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে PET (Physical Examination Test) এ উত্তীর্ণ হয়ে ৫১১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন লিখিত পরীক্ষায় ১৩৮ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন।
ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তে সমবেত নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে"।
তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে 'চাকরি নয়, সেবা' এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য এসএম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা, মো: মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার, মুলাদী সার্কেল, বরিশাল এবং পটুয়াখালী জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।