রংপুরে শিরা বরণ, প্রদীপ প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত
শরিফা বেগম শিউলী (রংপুর):
রংপুর স্নেহা নার্সিং কলেজ লিমিটেডের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে শিরা বরণ, প্রদীপ প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ/২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৪টায় স্নেহা নার্সিং কলেজ হলরুমে রংপুর স্নেহা নার্সিং কলেজ লিমিটেডের উদ্যোগে শিরা বরণ, প্রদীপ প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ/২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী নার্সিং পরিচালক রংপুর বিভাগ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজ লিঃ এর চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, রংপুর নার্সিং কলেজের সুপার মোসলেমা খাতুন।
স্নেহা নার্সিং কলেজের অধ্যক্ষ আম্বিয়া খাতুন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন একাডেমি কোর্স কো অডিনেটর কাজী মোঃ আতাউর রহমান, রংপুর সরকারি নার্সিং কলেজের ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, জেসমিন আরা, আহসান হাবীব বাবলু, সুচিত্রা রানী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, চীফ ফাইন্যান্স ও মার্কেটিং অফিসার মোঃ শিমুল ইসলাম, নার্সিং ইন্সট্রাকটর আয়েশা সিদ্দিকা শিলা, আফিয়া মাসুমা, অফিস সহঃ কম্পিউটার সমীর কুমার পাল, অফিস সহায়ক রওশনুল রাজু, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।