শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে নারী সোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে নারী সোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

পঞ্চগড়ে নারীর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিত করতে উই প্রকল্পের আওতায় উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার ১৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ এবং ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে ও ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।

সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নারী প্রতিনিধিদের নির্বাচনের লক্ষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ নিয়ে কাজ করেছি।

উৎসব মুখর পরিবেশ সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহন শেষে বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিকাশ বাংলাদেশের পঞ্চগড়ের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান, রিজিওনাল কো- অডিনেটর আতিকুর রহমান, সদর উপজেলার কো-অর্ডিনেটর রেহানা পারভিন, স্থানীয় গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে ভোট গননা করা হয়।

গণনা শেষে সভাপতি পদে আয়শা বেগম এবং সাধারণ সম্পাদক পদে শিউলী বেগমসহ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে ১১ টি পদে মোট ১৯ জন প্রার্থী ছিলেন।

তার মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার কারনে বাকী ৮ টি পদে ভোটগ্রহন করা হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৯৫০ জন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: