ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহের ত্রিশাল পৌর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির গুণগত মান ও ন্যায্যামূল্য নিয়ন্ত্রণে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের হাটবাজারে অভিযান পরিচালনা কালে বাজারে তরমুজের মান এবং দাম, গরুর মাংসের দাম, ইফতার সামগ্রির গুণগত মান পরীক্ষা/ পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনের বিভিন্ন ধারায় সাজা প্রদান করা হয়।
এসময় ৪ টি মামলায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ত্রিশাল সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় তাকে ত্রিশাল থানার একটি চৌকস পুলিশের টীম সহযোগিতা করেন।