ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির পুষ্পমাল্য অর্পণ

ত্রিশাল প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখা আগামী তিন বছরের জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রিশাল উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। শনিবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নব ঘোষিত কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন ইব্রাহিম খলিল নয়ন, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাকসুদ খান।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট স্বাক্ষরিত নবগঠিত কমিটিকে অনুমোদন দেন।
রবিবার বিকেলে নবগঠিত ত্রিশাল উপজেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খান ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ইব্রাহিম খলিল শান্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক, শাকিল আহমেদ সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।