ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে শনিবার (১৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় সোয়াবিন ভোজ্যতেল বিক্রিতে অনিয়ম এবং ক্রয়ের রশিদ দেখাতে ব্যার্থতার কারণে সাতটি মামলায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশের দরিরামপুর মাদানী সিএনজি পাম্প থেকে ত্রিশাল বালিপাড়া মোড় পর্যন্ত অবৈধভাবে পার্কিং এর কারণে বাস এবং সিএনজি ড্রাইভারদের ৪ টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।