ভূমিসেবা পেতে অনৈতিক লেনদেন না করার আহবান জানালেন এসিল্যান্ড মাহমুদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভূমিসেবা পেতে কখনো কারো সাথে অনৈতিক লেনদেন না করার জন্য সেবা গ্রহীতাদের আহবান জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি বলেন, যদি কোন সেবা গ্রহীতা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে ভূমিসেবা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন বলে মনে করেন তাহলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে যোগাযোগ করুন। কোন দালালের খপ্পরে না পরার আহবান জানিয়ে তিনি আরো বলেন, যদি ভূমিসেবা পেতে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত সময় লেগে যায় তবে কারো মাধ্যমে না হয়ে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) ত্রিশালকে বিষয়টি অবহিত করুন। যদি কোন সেবাগ্রহীতা সরাসরি আসতে না পারেন তাহলে ০১৭৩৩-৩৭৩৩৩৩ এই নম্বরে ফোন করে জানান।
স্বচ্ছ ভূমিসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে সরকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, কেউ যদি সরকার নির্ধারিত ফি থেকে কোন সেবাগ্রহীতার নিকট অধিক অর্থ দাবী করে তাহলে অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাতক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজের জমি সংক্রান্ত কাগজ-পত্রে সামান্য ক্রুটি বিচ্যুতি থাকলে তা গোপন করে সেবা প্রাপ্তির উদ্দেশ্যে কোন মধ্যস্বত্বভোগীকে অর্থ প্রদান না করে বিষয়টি নিয়ে সরাসরি সহকারী কমিশনার ভূমির সাথে যোগাযোগ করতে বলেন তিনি।
ভূমি সংক্রান্ত কোন বিষয়ে লেনদেন থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, কারো নামজারি বাতিল হলে তার কারণ জানতে উপজেলা ভূমি অফিসে আসার আহবান জানান এবং সেবাপ্রার্থী সন্তুষ্ট না হলে আপিল কর্তৃপক্ষের অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)- বরাবর আবেদন করে সমাধানের পথ খোলা রয়েছে। কারন এসিল্যান্ডই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়।
এছাড়াও নামজারি/মিসকেসের আদেশ কোন সেবাপ্রার্থীর বিপক্ষে গেলে তা যদি যৌক্তিক কারণে হয়ে থাকে তবে সহনশীল থাকতে এবং মিথ্যা প্রপাগা-া না ছড়াতে তিনি অনুরোধ করেন।
কোন অবৈধ তদবির না করার আহবান জানিয়ে হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে ভূমিসেবা সংক্রান্ত কোন সমস্যা থাকলে সরাসরি ভূমি অফিসকে অবহিত করুন, যদি কোন প্রতিকার না পান তবে অভিযোগটি লিখিতভাবে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসক এমন কি বিভাগীয় কমিশনার বরাবর জানাতে পারেন। এতে আপনি সহজেই প্রতিকার পেতে পারেন।
তিনি একটি স্বচ্ছ, সুন্দর ও দূর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গঠনে ত্রিশালবাসীর স্বতস্ফূর্ত অংশহগ্রহণ কামনা করেন। গত বৃহস্পতিবার উন্মুক্ত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভূমিসেবা পেতে গ্রহীতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।