শিরোনাম

South east bank ad

বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা ও চিন্তার স্বকীয়তায় অন্যদের থেকে আলাদা একজন ব্যবসায়ী ব্যক্তিত্ব হাবিব উল্লাহ ডন

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   তরুন উদ্যোক্তা

বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা ও চিন্তার স্বকীয়তায় অন্যদের থেকে আলাদা  একজন ব্যবসায়ী ব্যক্তিত্ব হাবিব উল্লাহ ডন
বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা ও চিন্তার স্বকীয়তা মানুষকে আর সবার থেকে আলাদা করে চেনায় এমনই একজন ব্যবসায়ী ব্যক্তিত্ব হাবিব উল্লাহ ডন। জন্ম রাজধানী ঢাকার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে। প্রাথমিক শিক্ষা শেষ করে ধানমন্ডি বয়েজ হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাস করেন। এরপর সিটি কলেজ থেকে এইচ.এস.সি. এবং গ্রাজুয়েশন সম্পন্ন করে পিতার বিজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবসার সাথে যুক্ত হন। এক সময় নেশা ধরে বসলো গাড়ি। গাড়ি চালাতে চালাতে গাড়ি ব্যবসায়ী হয়ে উঠেন হাবিব উল্লাহ ডন। সেই থেকে আজকের ব্যবসায়ী হাবিব উল্লাহ ডন। শো-রুমের ব্যতিক্রমী নামটিও জনাব ডনের নিজের দেয়া। কিছু একটা স্বতন্ত্র, কিছু একটা আলাদা, কিছু ভিন্ন,এরকম একটি নাম ‘অটো মিউজিয়াম’ সৃজনশীলতার অধিকারী মেধাবী ও দুরদর্শী তরুণ হাবিব উল্লাহ ডন কর্মজীবনের শুরু থেকে আজ পর্যন্ত স্বকীয়তায় উজ্জ্বল, অভিজ্ঞতায় বর্নিল এবং সিদ্ধান্তে অটল থেকে ব্যবসা পরিচালনা করে চলেছেন। সর্বোচ্চ গুণগতমান এবং সর্বোত্তম সেবাই হাবিব উল্লাহ ডনকে ফকিরাপুলের গাড়ির শো-রুম থেকে বর্তমানে গুলশানের অভিজাত এলাকায় বিশাল খোলামেলা এবং পারিবারিক পরিবেশে চমৎকার শো-রুম প্রতিষ্ঠার পথ করে দিয়েছে। ফকিরাপুলের ক্ষুদ্র পরিসর শো-রুম দিয়ে শুরু হলেও কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের অনিবার্য ফল হিসেবে জনাব ডন অল্প কিছুদিনের মধ্যেই নয়া পল্টন ভি.আই.পি. রোডে দৃষ্টিনন্দন সুপরিসর শো-রুম স্থাপন করেছিলেন বর্তমানে তিনি প্রধানত গুলশান শো-রুমেই বসেন। তরুন হাবিব উল্লাহ ডন বাংলাদেশে পরিবহন সেক্টরের তৃতীয় প্রজন্মের অহংকার। তারুণ্য আর মেধার সংমিশ্রনে পরিবহন সেক্টরের কিং ডন তিনি। এক সাধারণ গাড়ি ব্যবসায়ী হিসেবে এই সেক্টরে তার আত্মপ্রকাশ হলেও বর্তমানে হাবিব উল্লাহ ডন বাংলাদেশে টপ মার্জিনের যেসব গাড়ি বাজারজাত হচ্ছে তার প্রথম ব্যবসায়ী উদ্যোক্তা। তিনি বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের ডিরেক্টর। বর্তমানে তিনি বারবিডার প্রেসিডেন্ট। হাবিব উল্লাহ ডনই হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের প্রথম সর্বোচ্চ মূল্যের সবচেয়ে লাক্সারি রিকন্ডিশন গাড়ি আমদানি ও বিক্রি করে এ খাতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে ক্রেতারা এক সময় ১০-১৫ লাখ টাকায় রিকন্ডিশন গাড়ি কিনতেন সেই ক্রেতারাই আজ এর চাইতে ৫-৬ গুণ বেশি মূল্যে নতুন বা ব্রান্ডেড রিকন্ডিশন গাড়ি কিনতে উদ্বুদ্ধ হচ্ছেন। জনাব ডন গাড়ি আমদানি রুটের ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হাবিব উল্লাহ ডনই একমাত্র ইম্পোর্টার যিনি প্রথম বাণিজ্যিক ভিত্তিতে এয়ারলাইন্স যোগে গাড়ি আমদানি করেছেন দেশের এই গুরুত্বপূর্ণ সেক্টরে। দেশ ও সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায় থেকে মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে কল্যাণমুখী কর্মকান্ড পরিচালনা করে চলেছেন হাবিব উল্লাহ ডন। তার এই উত্থানের পেছনে রয়েছে নিষ্ঠা, একাগ্রতা ও সততা, তিনি বিশ্বাস করেন সেদিন বেশি দূরে নয়, যে দিন আমরা আমাদের কপাল থেকে দারিদ্র্যের তিলকটি মুছে ফেলতে পারবো। এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। সেই ভ্রমণ থেকে শিক্ষা নিয়েছেন। রপ্ত করেছেন বিভিন্ন দেশের মার্কেটিং পলিসি; সিস্টেম এবং স্ট্র্যাটেজি। অর্জিত অভিজ্ঞা কাজে লাগিয়ে নিজ জন্মস্থানে গড়ে তোলেন নিজস্ব আঙ্গিকের কর্পোরেট কালচার। নিজের অভিজ্ঞতা থেকে তিনি সিদ্ধান্ত নেন বিভিন্ন দেশের ভাল মডেল, ভাল কন্ডিশন এবং কম-মাইলেজ গাড়ি আমদানি করার। গাড়ি ব্যবসার সাথে দীর্ঘ প্রায় দেড় শতকের সম্পৃক্ততা হাবিব উল্লাহ ডনের। পাশাপাশি নানা সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত তিনি।
BBS cable ad

তরুন উদ্যোক্তা এর আরও খবর: