শিরোনাম

South east bank ad

‘গোপনে’ বিদেশ ভ্রমণ করা দুদক কর্মকর্তা প্রত্যাহার

 প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

‘গোপনে’ বিদেশ ভ্রমণ করা দুদক কর্মকর্তা প্রত্যাহার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহার করা হয়েছে প্রেষণে নিয়োজিত জ্যেষ্ঠ সহকারী সচিব ইমরুল কায়েসকে। অনুমতি ছাড়া ভারত ভ্রমণ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। তিনি দুদকে উপ-পরিচালক হিসেবে অভিযোগ যাচাই-বাছাই বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে দুদক সূত্র। জনপ্রশাসন বিভাগের উপ-সচিব আবু ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম সই করা এক আদেশ সূত্রেও তার প্রত্যাহারের বিষয়টি জানা গেছে। যেখানে ইমরুল কায়েসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের কথা বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করায় তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ফেরত পাঠানো হয়েছে জনপ্রশাসনে।

দুদকের একটি সূত্রে জানা যায়, দুদকের প্রধান কার্যালয় প্রেষণে নিয়োজিত উপ-পরিচালক (জ্যেষ্ঠ সহকারী সচিব) ইমরুল কায়েস জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরি করে ভারত ভ্রমণ করেন। যদিও তিনি গত ২৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০ মে-১৮ মে ব্যক্তিগত সফরে ভারত যাবেন বলে অনুমতি নিয়েছিলেন।

তবে ওই সময়ে ভারতে না গিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরে গোপনে ভারত ভ্রমণ করেন। যা সরকারি চাকরিবিধি পরিপন্থী।

BBS cable ad

দুদক এর আরও খবর: