দুদক এনফোর্সমেচন্ট ইউনিট হতে আজ ০৪টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে
দুদক এনফোর্সমেচন্ট ইউনিট হতে আজ ০৪টি অভিযোগের বিষয়ে (১টি অভিযান, ৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন আলগী ইউনিয়নের পীরের চর সড়কের ২৭০০ মিটার রাস্তা কার্পেটিং এ ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আশিক ইমতিয়াজ এন্টাপ্রাইজ ও ইন্জিনিয়ার এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের ভিত্তিতে দুদক, সজেকা, ফরিদপুর এর তিন সদস্যের সমন্বয়ে গঠিত টিম আজ আজ ১৫-১১-২০২২ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী রাস্তার পুরুত্ব ৪০ মিলিমিটার থাকার কথা থাকলেও একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে পরিমাপ করে রাস্তার বিভিন্ন স্থানে কম পুরুত্ব রয়েছে বলে টিমের নিকট পরীলক্ষিত হয়। প্রাথমিকভাবে অভিযোগের যথার্থতা রয়েছে মর্মে প্রতীয়মান হলে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।