শিরোনাম

South east bank ad

করোনা মোকাবেলায় রাঙ্গামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

করোনা মোকাবেলায় রাঙ্গামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনী আজ রবিবার (২৫-০৪-২০২১) সকালে রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে গরীব ও দুঃস্থ ৪০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়াও, কাপ্তাই জোনের ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই এ ২৫ জন গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দূর্গম পাহাড়ি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। যাতে মানুষ খাদ্য সংকটে না পরে।

সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্যাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: