সেনাবাহিনীর পক্ষ থেকে রাজশাহীতে ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রাজশাহীর ১০০ অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজশাহী মহানগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় সহায় সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মধ্যে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার তৌহিদুল ইসলামের নির্দেশনায় মেজর রিয়াজের উপস্থিতিতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিজনকে সাত কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি চিনি, আধা কেজি তেল ও ২৫০ গ্রাম করে লবণ দেওয়া হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে প্রায় তিন হাজার পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ত্রাণ বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।