শিরোনাম

South east bank ad

বরখাস্ত শহীদ উদ্দিন খানের পদোন্নতিসহ অবসর সুবিধা বাতিল

 প্রকাশ: ০৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

বরখাস্ত শহীদ উদ্দিন খানের পদোন্নতিসহ অবসর সুবিধা বাতিল

অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খানের ভূতাপেক্ষ পদোন্নতিসহ অবসর সংক্রান্ত আদেশ বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ৩ মে এই মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তাকে একাধিক অভিযোগে দেশের সকল সেনানিবাস এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে সেনাসদর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে কর্নেল মোহাম্মদ শহীদ উদ্দিন খানের বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর সংক্রান্ত আদেশ এবং ২০১০ সালের ২৩ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতিসহ অকালীন অবসর সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। দুর্নীতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কর্নেল শহীদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

তার অর্থ এখন বরখাস্ত কর্নেল মো. শহীদ উদ্দীন খান স্বাভাবিক অবসর সুবিধা পাবেন না।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: