শিরোনাম

South east bank ad

ডিআর কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে আভিযানিক সাফল্য

 প্রকাশ: ১২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

ডিআর কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে আভিযানিক সাফল্য

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েড ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) ৩০ এপ্রিল ২০২১ এবং ০৩ মে ২০২১ তারিখ দু’টি সফল অভিযান পরিচালনা করে, কাসিগবানা ও কা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ হতে রক্ষা করে।

কোডেকো মিলিশিয়া বাহিনীর সম্ভাব্য লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ কন্টিনজেন্টের টহলদল সাঁজোয়াযানসহ দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহলদলের উপর প্রবল গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে ব্যানআরডিবি-৪ এর টহলদল অত্যন্ত সাহসিকতার সাথে মিলিশিয়া বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কাসিগবানা এবং কা গ্রামের অধিবাসীরা।

উল্লেখ্য, ব্যানআরডিবি-৪ গত ০১ মার্চ ২০২১ তারিখ হতে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: