শিরোনাম

South east bank ad

কোর অব সিগন্যালস্ এর `কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান

 প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

কোর অব সিগন্যালস্ এর `কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর ১০ম কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

যশোর সেনানিবাসে অবস্থিত ‘সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর প্যারেড গ্রাউন্ডে আজ মঙ্গলবার (৮মার্চ) সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমন্ডিত কর্নেল কমান্ড্যান্টর্যাং ক-ব্যাজ পরিয়ে দেন।

প্যারেড স্কয়ারে পৌছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং কোর অব সিগন্যালস্ এর
একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান কর্নেল কমান্ড্যান্ট' হিসাবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী কোর অব সিগন্যালস্ এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহানস্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহানস্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সিগন্যাল কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। এ সময় তিনি আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার উপরগুরুত্বারোপ করে সিগন্যাল কোরের সকল সদস্যদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ এ যোগ দেন।

তিনি সম্মেলনে উপস্থিত সকল সিগন্যাল ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং কোর অব সিগন্যালস্ এর উন্নয়ন, পেশাগ তদক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমেএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালস্ এর সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও কোর অব সিগন্যালস্ এর উর্ধতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিগণ এবং যশোর এরিয়ার বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালস্ এর কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুর্ন ব্যক্ত হয়েছে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: