বিশ্ব গ্লুকোমা সপ্তাহ-২০২২ পাািলত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশ্ব গ্লুকোমা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সম্মিলিত সামরিক হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব গ্লু ‘কোমা সপ্তাহ -২০২২ এর এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো- The World is Bright, Save Your Sight.
আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, বিএসপি, এমফিল, এমপিএইচ।
মূল প্রবন্ধ পাঠ করেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (প্রফেসর) মোহাম্মদ ইসমাইল হোসেন, এফসিপিএস, ডিও।
উক্ত অনুষ্ঠানে চীফ ফিজিশিয়ান জেনারেল-ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রাজ্জাক, বিএসপি, পিআরএম, এফসিপিএস, এমসিপিএস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। পরিশেষে উক্ত অনুষ্ঠানে উক্ত দিবসটি সম্পর্কে আলোকপাত করেন প্রধান অতিথি চীফ সার্জন জেনারেল-ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল আলম, এসপিপি, এমএস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে বিশ্বে গ্লু ‘কোমা রোগীর সংখ্যা ৭৯ মিলিয়ন যা ২০৪০ সাল নাগাদ ১২০ মিলিয়নে পৌঁছানোর আশংকা রয়েছে। বক্তারা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ-২০২২ এ গ্লুকোমা রোগীদের প্রাথমিক পর্যায়ে সনাক্ত করন এবং দৃষ্টি শক্তি হ্রাস প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ লেঃ কর্নেল এ,কে,এম রাশেদ-উল-হাসান, এফসিপিএস,ডিও।