জাজিরা সেনানিবাসস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেডের "অনুশীলন শক্ত প্রাচীর" পরিদর্শনে সেনা প্রধান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাজিরা সেনানিবাসস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেড এর "অনুশীলন শক্ত প্রাচীর" পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) জাজিরা সেনানিবাসস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত "অনুশীলন শক্ত প্রাচীর" পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
এসময় সেনাবাহিনী প্রধানের সাথে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।