আর্মি গল্ফ ক্লাবে গল্ফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ১১তম টয়োটা নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চার দিনব্যাপি এই টুর্নামেন্টে মোট ৮০০ জন গল্ফার অংশগ্রহণ করেন। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো: সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। যা এযাবৎকালে বাংলাদেশের যে কোন ক্লাবের সর্বোচ্চ অংশগ্রহণকারী গলফার যার মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন।
উক্ত টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন রেগুলার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভ্যাটারান উইনার:- লেফটেন্যান্ট কর্নেল সাহারিয়ার আহমেদ চৌধুরী (অবঃ), সিনিয়র উইনার মি. জাফর ইকবাল সিদ্দিকী, লেডি উইনার: শারমীন জাহাঙ্গীর এবং জুনিয়র উইনার: মাস্টার এস এম সিয়াম পুরস্কার প্রাপ্ত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি; ওয়াহেদ আজিজুর রহমান, সিইও, নাভানা গ্রুপ; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল আলম (অবঃ) অপারেশন ডাইরেক্টর, নাভানা লিমিটেড; ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অবঃ), চেয়ারম্যান টূর্ণামেন্ট কমিটি; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব; কর্নেল এস এম শওকত আলী (অবঃ), প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব; লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।