শিরোনাম

South east bank ad

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৯-০৩-২০২২) ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় ৯ ই বেঙ্গল এর এনসি(ই) মো: তুহিন আল মামুন শ্রেষ্ঠ এ্যাথলেট এবং সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ইউপি ল্যান্স কর্পোরাল আব্দুল মোতালেব শ্রেষ্ঠ নবীন এ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ ২০২২ তারিখ হতে শুরু হওয়া এই এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি ফরমেশনের অংশগ্রহণকারী এ্যাথলেটগণ বিভিন্ন ইভেন্টে অত্যন্ত উঁচুমানের ক্রীড়া নৈপুণ্য এবং উৎকর্ষতা প্রদর্শন করেন।

এখানে উল্লেখ্য যে, সেনাবাহিনীর নির্বাচিত এ্যাথলেটগণ পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এ্যাথলেটিক্স প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনছেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: