আন্তঃ অঞ্চল ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২২ সমাপ্ত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার (৮ এপ্রিল) সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় লজিস্টিকস্ এরিয়া দল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া, ক্বিরাতে লজিস্টিকসর এরিয়া দলের ল্যান্স কর্পোারাল মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম এবং আযানে চট্টগ্রাম অঞ্চল দলের ইউপি ল্যান্স কর্পোরাল আতাউর রহমান প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ৩ এপ্রিল ২০২২ তারিখে শুরু হয়।