শিরোনাম

South east bank ad

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধানের ইফতার ও নৈশভোজ

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনী প্রধানের ইফতার ও নৈশভোজ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজ শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মহান স্বাধীনতা যুদ্ধের বীর-সেনানীযুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠান আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইফতারের পূর্বে সম্মানিত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। এ সময় মাননীয় মন্ত্রীও সেনাবাহিনী প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ছাড়াও ঊধর্¡তন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: