শিরোনাম

South east bank ad

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

 প্রকাশ: ১৩ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

এ বছরের আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী দল। আর রানারআপ হয়েছে নৌবাহিনী দল। আজান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন সেনাবাহিনীর সার্জেন্ট মো. রিয়াজ উদ্দীন ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এ বাহিনীরই সার্জেন্ট মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৩ মে) ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ১০ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজানে ১৫ জন ও কিরাতে ১৫ জন প্রতিযোগী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিউল আজম।

এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: