শিরোনাম

South east bank ad

আর্মি গল্ফ ক্লাবে “৬ষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্নামেন্ট’’ এর উদ্বোধন

 প্রকাশ: ২৭ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

আর্মি গল্ফ ক্লাবে “৬ষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্নামেন্ট’’ এর উদ্বোধন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে আজ শুক্রবার (২৭-০৫-২০২২) আনুষ্ঠানিকভাবে“৬ষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্নামেন্ট ২০২২’’ এর উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি আজ টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নুরুল আলম রিজভী, চেয়ারম্যান, ওয়ালটন গ্রুপ; এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) অপারেটিভ ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ; ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অবঃ) , চেয়ারম্যান টূর্ণামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব; কর্নেল এস এম শওকত আলী (অবঃ), প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টূর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্ণামেন্টে ৭৫০ জন খেলোয়াড় অংশ নেবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশ নিচ্ছেন।

আজ ২৭ মে ২০২২ রোজ শুক্রবার সন্ধ্যায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: