South east bank ad

শেরপুরে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ শুরু

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শাহানশাহে তরিকত বিশ্ব ওলি হরযত মাওলানা শাহছুফি খাজাবাবা ফরিদপুরী নক্ শৃবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ৪ দিন ব্যাপি এই মহা পবিত্র উরস শরীফ গতকাল (১৯ ফেব্রুয়ারি) শনিবার শুরু হয়েছে।

পবিত্র উরস শরীফকে ঘিরে বিভিন্ন জেলা থেকে আসা লাখো জাকের ঢল। বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরীর জন্মভুমি শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া আর্বিভাব মঞ্জিল দরবার শরীফ এখন সাজ সাজ্জায় মূখরিত।গত জুমায় এলাকার ধর্মপ্রাণ মুসলমান এবং জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ জাকের পার্টি ওলামাবৃন্দ জুমার নামাজ আদায় করেন।

অতীতকালেমত বিশ্বওলীর কন্ঠ ধারণকৃত নসিহত জুমার নামাজ শেষে মাইকে বাজিয়ে শোনানো হয়। এ দরবার শরীফ থেকেই খাজাবাবা ফরিদপুরীর মাজার জিয়ারত করা হয়।

উরসকে কেন্দ্র করে গোটা শেরপুর জেলায় এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উৎসবের আমেজে পাকুড়িয়া ইউনিয়ন ও আশ-পাশের সব এলাকায়। জেলা ও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকার নারী-পুরুষ শিশু-কিশোর ও জাকের পাকুড়িয়া আর্বিভাব মঞ্জিল দরবার শরীফে আসছে।

নানা আয়োজন ঘুরে ফিরে দেখছেন। সে সাথে মুসলিম বিশ্বের অন্যতম মিলন-মেলার সুবিশাল আয়োজনে সর্বস্তরের পাকুড়িয়া এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশ-বিদেশে অনুরাগী ও অনুসারীদের মাঝে ব্যতিক্রমী শ্রদ্ধা ও ভালবাসা সঞ্চার করেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: