South east bank ad

আগস্টে কমলো মূল্যস্ফীতি

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

আগস্টে কমলো মূল্যস্ফীতি

গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। জুলাই মাসে রেকর্ড ১১.৬৬% থেকে আগস্টে দেশের মূল্যস্ফীতি ১ দশমিক ১৭ শতাংশ কমে ১০.৪৯%-এ নেমে এসেছে – যা ২০১৩ সালের পর সবচেয়ে বড় পতন।

রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং-এর মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যা আগস্ট মাসের থেকে ১.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে। বর্তমানে মূল্যস্ফীতি কমে যাওয়ায় দ্রব্যমূল্যে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে, তবে এটি এখনও দুই অংকের সংখ্যায় রয়েছে।

এছাড়া, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ খাতে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ, যা আগস্টে কিছু বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে।

অর্থনীতিবিদ জাহিদ হুসেন বলেন, মূল্যস্ফীতি কমে যাওয়া একটি ভালো খবর, তবে দুটি কারণে আমরা খুব বেশি আত্মতুষ্টিতে থাকতে পারি না। প্রথমত, আগস্টে শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি কমে গেলেও তা বেড়ে যাওয়ার শঙ্কা ও দ্বিতীয়ত, বন্যার প্রভাব। 

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: