ইঞ্জিনিয়ার আবু নোমান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালক নির্বাচিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৫ তম বোর্ড সভায় অত্র ব্যাংকের অন্যতম উদ্যোক্তা, বিবিএস গ্রুপ ও নাহী গ্রুপ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আবু নোমান হাওলাদার সিআইপিকে পরিচালক নির্বাচিত করা হয়।
ইঞ্জিনিয়ার আবু নোমান ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি তার মেধা ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন বিবিএস ও নাহী গ্রুপের মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। তিনি সিআইপি সম্মাননা পেয়েছেন এবং অর্জন করেছেন ‘এশিয়াস গ্রেটেস্ট লিডারস অ্যাওয়ার্ড ২০১৮’ এবং ‘এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ২০১৮’।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ইন্জিনিয়ার আবু নোমান হাওলাদার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এজন্য তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে লালমোহন-তজুমদ্দিন চষে বেড়াচ্ছেন।
আবু নোমান হাওলাদার বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের প্রতিটা মানুষকে কর্মমুখি করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে। সেই আদর্শ ও লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।তিনি মনে করেন দেশের যুব সমাজের জন্য কর্মসৃষ্টি করতে পারলে বেকারত্ব দূর হবে। বেকারত্ব দূরীকরণ করতে পারলে বাংলাদেশ সকল দিক দিয়ে হবে স্বয়ংসম্পূর্ণ।
এছাড়া কর্মসংস্থান সৃষ্টি করে মানুষকে কর্মমুখী করতে পারলে সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। তাই আমি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আর তাতেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেশ গড়ে তুলতে স্বক্ষম হবো।