এসওএস শিশুপল্লীকে আর্থিক সহায়তা দিল ইস্টার্ন ব্যাংক
এসওএস শিশুপল্লীর সব শিশুর চিকিৎসা ব্যয় ও এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ১০০ যুবাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান করবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।
এসওএস শিশুপল্লীর সব শিশুর চিকিৎসা ব্যয় ও এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ১০০ যুবাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান করবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে এসওএস শিশুপল্লীর জাতীয় পরিচালক ড. মো. এনামুল হকের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন ইবিএল এএমডি আহমেদ শাহীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ইবিএল কমিউনিকেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, অ্যাডমিনিস্ট্রেশন হেড মেজর (অব.) মো. আব্দুস সালাম, কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন এবং বিজনেস ইনফরমেশন সিস্টেম হেড মো. মাসকুর রেজা।