পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির সম্মতি

পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৮ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে এ সম্মতি দিয়েছে সংস্থাটি। সম্মতি পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল বিষয়টি জানিয়েছে ব্যাংকটি।
তথ্যানুসারে ‘পূবালী ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-৫’ নামের এ বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি ৫০ হাজার ইউনিট ইস্যু করবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ও ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। রেফারেন্স রেটের সঙ্গে কুপন মার্জিন মিলিয়ে বন্ডটির কুপন রেট নির্ধারণ হবে।