South east bank ad

বিজিবি'র অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

গতকাল শনিবার (২০ নভেম্বর) রাতে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় অভিযান পরিচালনা করে ১১ লাখ ২৭ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিলো।

নিজস্ব গোয়েন্দা তথ্যানুযায়ী ভারতীয় সীমান্ত পিলার ১১৬৯/৪-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী নামক স্থানে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি'র টহল দলটি তাদের তারা করলে চোরাকাবারীরা মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়।

এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ভারতীয় ঝালমুডি শাড়ি-৪২৫ পিস এবং কাতান শাড়ী-১৪৫ পিস জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১১,২৭,৫০০/- (এগারো লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা।

জব্দকৃত মালামালগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে ভারতীয় মালামাল আটক করা হলেও এই সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: