শিরোনাম

South east bank ad

শার্শায় ৯ সোনার বারসহ পাচারকারী আটক

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

শার্শায় ৯ সোনার বারসহ পাচারকারী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যশোরের শার্শার গাতীপাড়া সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯ সোনার বারসহ কওছার আলী নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক কওছার আলীর বাড়ি শার্শা উপজেলার দাউদখালী গ্রামে।

২১ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শনিবার রাতে বিজিবি জানতে পারে, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী কওছার আলীকে আটক করে। 

মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম এবং বাজার মূল্য ৭২ লাখ ২০ হাজার টাকা। সোনাসহ তাকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ আটক করেছেন ২১ বিজিবির সদস্যরা। যার সিজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: