অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে আটক ২৬
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহের মহেশপুরে ২৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (৮ অক্টোবর) ভোরে পৃথক অভিযানে মহেশপুর উপজেলার দুটি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরে সোনাইডাংগা গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে চারজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশুসহ মোট ১৩ জনকে আটক করে বিজিবি। তারা প্রত্যেকেই বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছিল।
অন্যদিকে ভোর ৪টার দিকে উপজেলার রুলি গ্রামের মোমিনতলা থেকে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্ট করেছিল।
তিনি আরও বলেন, আটকরা খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কক্সবাজার, বাগেরহাট ও যশোর জেলার বাসিন্দা। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।