শিরোনাম

South east bank ad

বেনাপোলে ১০ সোনার বারসহ নারী আটক

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বেনাপোলে ১০ সোনার বারসহ নারী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ রত্না বেগম নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

রোববার রাত ৯টার দিকে স্বর্ণের বারসহ তাকে আটক করেন বিজিবি সদস্যরা। রত্না বেগম স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের পুটখালী গ্রামের উত্তর পাড়ার একটি কলাবাগানে অবস্থান করছেন রত্না বেগম। এমন খবরে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তে বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে ক্যাম্পে নিয়ে তাকে তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। পরে মামলা দিয়ে সোনার বারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে বলে জানান।

BBS cable ad