শিরোনাম

South east bank ad

অবৈধভাবে সীমান্ত পারাপারকালে আটক ১৩

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

অবৈধভাবে সীমান্ত পারাপারকালে আটক ১৩

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করায় সময় ১৩ জনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি-৫৮।

আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মো. রিদয় ফকির (১৯), নড়াইল কালিয়া উপজেলার মো. সামির শেখ (৩৫), হেনা শেখ (৩০), অলীমুল (৪), রহমতইল্লাহ (২), যশোরের অভয়নগর গ্রামের আরিফুল ইসলাম (২২), সুমি গাজী (২৩), জান্নাতুল ফারিয়া (১), সজীব খান (২৩), মাসুমা (১৭), খুলনার ফুলতলার কুলছুম (১৯), ফেরদাউস (৫), আরমান শেখ (২)।

বিজিবি-৫৮ এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির সীমান্ত পিলার-৫২/২২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৩ জনকে আটক করা হয়। সবাই ভারত হতে বাংলাদেশে আসার সময় তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: