South east bank ad

৩১ বিজিব'র অভিযানে ১৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

আব্দুর রহমান, (নেত্রকোনা):

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীনস্থ সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় অভিযান চালিয়ে ১৯ লক্ষ ৫ হাজার ৭ শত টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক করা হয়।

গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ১ নং বংশিকুন্ডা ইউনিয়নে অবস্থিত মহেষখোলা বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ শওকত হোসেন এবং পাঁচগাও কোম্পানীতে কর্মরত সুবেদার মোঃ আব্দুর রব হাওলাদার এর নেতৃত্বে ১০ সদস্যের একটি যৌথ টহল দল দায়িত্ব পালন করছিলো।

দায়িত্ব পালনকালে ভারতের সীমান্ত পিলার ১১৮৫/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব পাঁচগাও নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দলটি তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় বিজিবি‘র টহল দলটি ঘটনাস্থল থেকে ভারতীয় প্যান্ট তৈরীর কাপড়-১১৪৪ গজ, ভারতীয় লেহেঙ্গা-৪৯ পিস, কাশ্মেরী শাল চাদর-১৯ পিস, ভারতীয় কাতান শাড়ী-৩৪ পিস এবং ভারতীয় সিল্ক কাতান শাড়ী-২২১ পিস জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১৯,০৫,৭০০/- (উনিশ লক্ষ পাঁচ হাজার সাতশত) টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। তবে অভিযান পরিচালনা কালীন সময়ে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: