South east bank ad

৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

মিম জামান, (সাতক্ষীরা):

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

গতকাল বুধবার (৮ ডিসেম্বর) বিকালে দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি’র একটি বিশেষ টহল দলের সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কুশখালী সীমান্তে ছয়কুরো নামক স্থানে অভিযান চালিয়ে সীমান্ত গামী একটি ভ্যান আটক করে। পরে ভ্যান চালক সাহেব আলীর দেহ তল্লাশী করে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। বৈকারী বিওপি কমান্ডার ল্যান্স নায়ক সাহেদুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আটক স্বর্ণ চোরাচালানীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক স্বর্ণের দাম ২২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: