বেনাপোলের সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ পাচারকারী আটক
মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে দিকে পুটখালির গ্রামের একটি আমবাগান থেকে সোনাসহ কামরুল হাসানকে আটক করে বিজিবি। আটক কামরুল হাসান ওই গ্রামের উত্তর পাড়ার কুদ্দুস আলীর ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল সোনা পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ সোনার চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২টি সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত সোনার ওজন দুই কেজি ৩৯৫ গ্রাম। আটক সোনার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা।
তিনি আরো বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে অবৈধ সোনা পাচার আইনে মামলা বেনাপোল পোর্ট থানায় প্রক্রিয়াধীন রয়েছে।