যশোরে স্বর্ণের বারসহ দুইজন আটক
গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা যশোর বেনাপোলে সড়কের নতুনহাট এলাকা থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো, নড়াইলের কালিয়া উপজেলা পুরুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেন।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকালে বেনাপোল বিজিবির কোম্পানি সদরের সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল যশোর-বেনাপোল নতুনহাট এলাকায় বেনাপোলগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করে। এসময় দুই আরোহী তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেনের দেহ তল্লাশি করে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। আনুমানিক মুল্য ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।