South east bank ad

১২০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করে বিজিবি

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শুধু ডিসেম্বরেই ১২০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ বিজিবিরশুধু ডিসেম্বরেই ১২০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ বিজিবির
গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১২০ কোটি ৮৩ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার বোতল ফেনসিডিল, ১৮ হাজার বোতল বিদেশী মদ, ১৭শ’ ক্যান বিয়ার, ১৬শ’ কেজি গাঁজা, ৯ কেজি হেরোইন, ১৫ হাজার টি ইনজেকশন, ৫ হাজার ইস্কাফ সিরাপ, ৩ হাজার বোতল এমকেডিল/কফিডিল, ৮ হাজার টি এ্যানেগ্রা/সেনেগ্রা এবং ৯৫ হাজার টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ কেজি স্বর্ণ, ৬২ কেজি রূপা, ১ লাখ ৫৬ হাজার টি কসমেটিক্স সামগ্রী, ১৭শ’ টি ইমিটেশন গহনা, ১০ হাজার টি শাড়ী, ৫ হাজার থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার মিটার থান কাপড়, ২ হাজার ঘনফুট কাঠ, ১১ হাজার কেজি চা পাতা, ১৩০ কেজি গ্যামাক্সিন পাউডার, ১৫ হাজার কেজি কয়লা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ৯টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৩টি পিকআপ, ৪৪টি সিএনজি/ইজিবাইক এবং ৬৬টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ১টি এসএমজি, ৫টি বিভিন্ন প্রকার গান, ৮টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি এবং ৩৫টি খালি খোসা। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২০ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: