South east bank ad

বিজিবি'র ছোটহরিণা ব্যাটালিয়ন কর্তৃক বিলুপ্তপ্রায় অজগর সাপ উদ্ধার এবং বন বিভাগের কাছে হস্তান্তর

 প্রকাশ: ১৬ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বিজিবি'র ছোটহরিণা ব্যাটালিয়ন কর্তৃক বিলুপ্তপ্রায় অজগর সাপ উদ্ধার এবং বন বিভাগের কাছে হস্তান্তর

গত ১৫ মে ২০২২ তারিখে বিজিবি'র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৫ ফুট লম্বা বিলুপ্তপ্রায় ০১টি অজগর সাপ উদ্ধার করা হয়। এরপর বিপন্ন এই প্রাণীটিকে সুরক্ষিতভাবে ব্যাটালিয়ন সদরে প্রয়োজনীয় খাবার ও সেবা শুশ্রূষা প্রদানের মাধ্যমে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে আজ ১৬ মে ২০২২ তারিখে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বরকল বনবিভাগ কর্মকর্তার নিকট অজগর সাপটি হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ কর্মকর্তা বিপন্ন এই অজগরটি উদ্ধার করে সংরক্ষণের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, অজগরটিকে কাপ্তাই অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

ঐতিহ্যগতভাবে বিজিবি প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইতিপূর্বে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বন্যপ্রাণী প্রয়োজনীয় সেবা শুশ্রূষার মাধ্যমে সংরক্ষণ এবং যথাযথ প্রক্রিয়ায় অবমুক্তকরনের অনন্য নজির বিজিবি'র রয়েছে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: