বিজিবি কর্তৃক ০১ জন আসামীসহ চল্লিশ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
০৭ নভেম্বর ২০২০ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র ঘাটিবিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সকাল ০৭.৩০ ঘটিকায় ০১ জন ব্যক্তিকে সীমান্ত হতে পায়ে হেটে উখিয়ার দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। অতঃপর ধৃত আসামী মোঃ ফয়সাল (১৩), পিতা-আবুল কালাম, গ্রাম-ঘুমধুম নয়াপাড়া, পোষ্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা মূল্যের আনুমানিক ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।