অর্থনৈতিক ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়কসহ উভয় কমিটির সদস্য সংখ্যা ১২ জন করে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টাকেও রাখা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ; পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী; শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটিকে সহায়তাদানকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব-সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, গভর্নর, বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) রাখা হয়েছে। কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির কার্যপরিধি-১. দেশের সার্বিক আর্থিক ও অর্থনৈতিক বিষয়াদি পর্যালোচনা ও মূল্যায়ন ২. উপদেষ্টা পরিষদ সভায় উপস্থাপনের আগে ক. বাণিজ্য নীতি (আমদানি নীতি, রফতানি নীতিসহ) খ. শিল্পনীতি গ. বাজেট ও কর সংক্রান্ত প্রস্তাব বিবেচনা ও সুপারিশ প্রণয়ন ৩. ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্তৃক অনুসৃত নীতি পর্যালোচনা ও মূল্যায়ন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ৪. বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনুকূলে ভর্তুকি প্রদান সংক্রান্ত বিষয়াদি ৫. বিধিবদ্ধ সংস্থাগুলোর সম্পাদিত কার্যাবলি, বিশেষত এদের আর্থিক কৃতী ও ফলাফল বিবেচনা ৬. বাণিজ্য বৃদ্ধি, বৈদেশিক শ্রম বাজার সম্প্রসারণ, বৈদেশিক শ্রম বাজারের চাহিদা নিরূপণ, রেমিট্যান্স সংক্রান্ত কার্যাবলি পরিবীক্ষণ, বিদেশে জনশক্তি প্রেরণের বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা, অনুমোদন ও এসব লক্ষ্যমাত্রা বিবেচনা, অনুমোদন এবং এসব লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা ৭. সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত দ্রব্যের মূল্য অন্য কোনো প্রক্রিয়ায় নির্ধারিত হয়ে না থাকলে তা নির্ধারণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর ৫০ কোটি টাকার ঊর্ধ্ব মূল্যায়নের উৎপাদিত দ্রব্য/শিল্প কারখানার উপজাত বিক্রয়ের প্রস্তাব বিবেচনা ও সুপারিশ এবং ৮. কোনো আইন, বিধি বা নীতিমালায় এ কমিটি কর্তৃক বিবেচনার জন্য কোনো বিষয় নির্ধারণ করা থাকলে তা বিবেচনা। ঘ. কমিটির বৈঠক প্রয়োজন অনুসারে হবে ঙ. মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে চ. মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে জ. এ সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২৪ জানুয়ারি তারিখে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।
অন্য একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ১২ সদস্যের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির দুজনকে বাদ দিয়ে অন্য দুই উপদেষ্টাকে রাখা হয়েছে। বাদ পড়া উপদেষ্টা হচ্ছেন-পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে যুক্ত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারাও এ কমিটির সদস্য হিসেবে থাকবেন।