শিরোনাম

South east bank ad

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ও ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি দুটি জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

এপেক্স স্পিনিং: গত ১৭ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৪ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১২৯ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫২ শতাংশের বেশি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৩ পয়সায়।

ইয়াকিন পলিমার: গত ২২ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। এ সময়ের ব্যবধানে ইয়াকিন পলিমারের শেয়ারদর বেড়েছে ৪৭ শতাংশের বেশি।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইয়াকিন পলিমারের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: