শিরোনাম

South east bank ad

বিনিয়োগের টাকা ফেরত আনতে ব্যর্থ হলে শীর্ষ কর্মকর্তাদের গুনতে হবে জরিমানা

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বিনিয়োগের টাকা ফেরত আনতে ব্যর্থ হলে শীর্ষ কর্মকর্তাদের গুনতে হবে জরিমানা

বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা ৪৯ কোটি টাকা ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ও কোম্পানিটির চার কর্মকর্তাকে মোট ৬০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, এলআর গ্লোবাল পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ও মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১০০ টাকা মূল্যের ই-লিকুইড শেয়ারে প্রতিটি ১২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৯ কোটি টাকা বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়।

এ কারণে বিনিয়োগকৃত অর্থ সুদসহ ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফান্ডগুলোয় ফেরত আনার নির্দেশ দেয় বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ১ কোটি এবং কোম্পানিটির পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য রিয়াজ ইসলামকে ৫০ কোটি, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টককে ৪ কোটি, হেড অব লিগ্যাল কমপ্লায়েন্স ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য মনোয়ার হোসেনকে ৪ কোটি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা জরিমানা করা হবে।

এছাড়া ফান্ডগুলো থেকে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ হওয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে বিএসইসি। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ভূমিকা ও দায়দায়িত্ব নিরূপণে একটি অনুসন্ধান পরিচালনা সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: