South east bank ad

২০২৫ সালের বাণিজ্যমেলার সময় নির্ধারণ

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

২০২৫ সালের বাণিজ্যমেলার সময় নির্ধারণ

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকরা জানতে চান আগামী বাণিজ্যমেলা কবে শুরু হচ্ছে? উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই হবে। কিন্তু তারিখ এখনো ঠিক করা হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে শুরু করার পরিকল্পনা নেয়া হচ্ছে। সে ক্ষেত্রে ৮ জানুয়ারিকে সম্ভাব্য তারিখ ধরে এগোনো হচ্ছে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস উৎসবকে কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজ থাকে। এ কারণে ২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা নেয়া হচ্ছে।

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা হয়নি। এরপর ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো এই স্থায়ী ভেন্যুতে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: