South east bank ad

পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথে বাংলাদেশ: আইএমএফ

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি উল্লেখ করেছে, বাংলাদেশ ব্যাংককে এ মুহূর্তে সংকোচনশীল হতে হবে, যেন টাকার প্রবাহে ভারসাম্য রাখা যায়।

শুক্রবার সকালে জাপানের টোকিওতে রিজিওনাল ইকোনমিক আউটলুক প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে আইএমএফের পক্ষ থেকে এ অভিমত প্রকাশ করা হয়।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সহকারী পরিচালক থমাস হেলব্লিং বলেন, বাংলাদেশের অর্থনীতি একাধিক ধাক্কা সামাল দিচ্ছে। রাজনৈতিক অস্থিরতা এবং টানা বন্যার কারণে পণ্য সরবরাহে বাধা পড়েছে।

তিনি জানান, ২০২২ সাল থেকে দেশে পণ্য ও সেবার দাম বেড়ে গেছে, তাই সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করা ছাড়া বিকল্প নেই।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছরে তা ৪ দশমিক ৪ শতাংশ কমতে পারে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: