South east bank ad

বিপিসির জ্বালানি তেল বিক্রির ৭৩.২৬ শতাংশই পদ্মা ও মেঘনার

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

বিপিসির জ্বালানি তেল বিক্রির ৭৩.২৬ শতাংশই পদ্মা ও মেঘনার

দেশের বাজারে জ্বালানি তেল বিপণন করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ছয়টি কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে ১৫ ধরনের ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিক্রি হয়েছিল ৬৭ লাখ ৬১ হাজার ৩২০ টন। এ হিসাবে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ৭৪ হাজার ২১ টন বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ। সমাপ্ত অর্থবছরে প্রায় ২৬ লাখ ২৫ হাজার ৫১৮ টন বা ৩৮ দশমিক ৪১ শতাংশ জ্বালানি তেল বিক্রি করে শীর্ষস্থান দখল করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। অন্যদিকে ২৩ লাখ ৮৪ হাজার ৪ টন বা ৩৪ দশমিক ৮৮ শতাংশ বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এ হিসাবে বিপিসির মোট জ্বালানি তেল বিক্রির ৭৩ দশমিক ২৬ শতাংশই কোম্পানি দুটির নিয়ন্ত্রণে রয়েছে। তবে জেট ফুয়েল বিক্রির একক লাইসেন্স পদ্মা অয়েলের হাতে থাকায় কোম্পানিটি সবার শীর্ষে রয়েছে।

এদিকে ১৭ লাখ ১৬ হাজার ২৫ টন বা ২৫ দশমিক ১১ শতাংশ জ্বালানি তেল বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এছাড়া স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) এক লাখ টন বিক্রি করলেও এলপি গ্যাস লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি নামমাত্র বিক্রি করছে।

বিপিসির তথ্যানুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে পদ্মা অয়েল জ্বালানি তেল বিক্রি করেছে ২৬ লাখ ২৫ হাজার ৫১৮ টন। এর আগের অর্থবছরে প্রতিষ্ঠানটির বিক্রি ছিল ২৫ লাখ ৯৩ হাজার ৩৯ টন। অর্থাৎ বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ৩২ হাজার ৪৭৯ টন। এ প্রসঙ্গে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘গত কয়েক বছর পদ্মা অয়েল কোম্পানি বিপিসির জ্বালানি তেল বিক্রিতে অংশীদারত্ব বাড়িয়েছে। এ কারণে সমাপ্ত অর্থবছরে বিক্রি বেড়েছে। চলতি অর্থবছরেও একই চিত্র দেখা যাচ্ছে।’ জ্বালানি তেল বিক্রি বাড়ায় কোম্পানির অপারেশনাল ক্ষতি কমে আসছে বলেও জানান এ কর্মকর্তা।

এদিকে চার বছর আগেও জ্বালানি তেল বিক্রিতে এককভাবে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ২৩ লাখ ৮৪ হাজার ৪ টন বিক্রি করেছে। এর আগের অর্থবছরে বিক্রি করেছিল ২৩ লাখ ৭০ হাজার ৩৭০ টন। অর্থাৎ বছরের ব্যবধানে মেঘনার বিক্রি বেড়েছে ১৩ হাজার ৬৪৩ টন।

অন্যদিকে যমুনা অয়েল কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১১ ধরনের ১৭ লাখ ১৬ হাজার ২৫ টন জ্বালানি তেল বিক্রি করেছে। এর আগের অর্থবছরে বিক্রি করেছিল ১৬ লাখ ৮৮ হাজার ৮৯৭ টন। অর্থাৎ বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে প্রায় ২৭ হাজার ১২৮ টন।

এছাড়া স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড সমাপ্ত অর্থবছরে ১ লাখ ২৬৫ টন জ্বালানি তেল বিক্রি করেছে। বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির বিক্রি কমেছে ৬১৯ টন। এছাড়া সমাপ্ত অর্থবছরে এলপি গ্যাস লিমিটেড ২ হাজার ৬৫২ টন জ্বালানি তেল ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি শুধু বিটুমিন বিক্রি করেছে ৬ হাজার ৮৭৭ টন।

তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি তার কোম্পানিগুলোর মাধ্যমে জ্বালানি তেল বিক্রি করেছে ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন। এর মধ্যে ডিজেল ৪৩ লাখ ৫০ হাজার ৭৫ টন, ফার্নেস অয়েল ৮ লাখ ৭৮ হাজার ৮৮ টন, পেট্রল ৪ লাখ ৬২ হাজার ৪৭৫ টন, অকটেন ৪ লাখ ১৫ হাজার ৬৫৩ টন, জেট ফুয়েল ৫ লাখ ৪৭ হাজার ৮০৪ টন, কেরোসিন ৬৭ হাজার ৪৭৭ টন, বিটুমিন ৫৭ হাজার ৯৯৫ টন, লুব অয়েল ১৩ হাজার ২৯৬ টন, মেরিন ফুয়েল ৯ হাজার ৬২৬ টন, এলপিজি ১৯ হাজার ৪৭৯ টন, জেবিও ৮ হাজার ৮৯৭ টন, গ্রিজ ১২৪ টন, এসবিপি ২ হাজার ৬ টন, এমটিটি ২ হাজার ৬৫ টন ও এলওডি ২৮০ টন।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপিসি ডিজেল বিক্রি করেছে ৪৩ লাখ ৫০ হাজার ৭৫ টন। এর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম সর্বোচ্চ ১৬ লাখ ৮২ হাজার ৭৩ টন, পদ্মা ১৪ লাখ ৪২ হাজার ৫৬৩ টন, যমুনা ১২ লাখ ৫ হাজার ৬৭৮ টন এবং এসএওসিএল বিক্রি করেছে ১৯ হাজার ৭৬১ টন।

গত অর্থবছরে অকটেন বিক্রি হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৬৫৩ টন। এর মধ্যে পদ্মা ১ লাখ ৪৮ হাজার ৯৬২ টন, মেঘনা ১ লাখ ৫৮ হাজার ৪৭২ টন, যমুনা ১ লাখ ৮ হাজার ২১৯ টন বিক্রি করেছে। একই সময়ে পেট্রল বিক্রি হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪৭৫ টন। এর মধ্যে পদ্মা ১ লাখ ৬৯ হাজার ৯৭৫ টন, মেঘনা ১ লাখ ৫৯ হাজার ৫২৯ টন এবং যমুনা অয়েল বিক্রি করেছে ১ লাখ ৩৪ হাজার ৯৭১ টন।

BBS cable ad