ঈদুল ফিতর এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা মেয়র আতিকুল ইসলামের
পবিত্র ঈদুল ফিতর এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে নগরবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার (১৩ মে) নগরবাসীর উদ্দেশে দেয়া এক বক্তৃতায় তিনি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। একইসঙ্গে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসীকে ধন্যবাদ জানান।
বক্তৃতায় মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে অদ্যাবধি নগরবাসীর কল্যাণে গৃহীত ও বাস্তবায়িত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন আতিকুল ইসলাম।