South east bank ad

মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ ডিএনসিসি মেয়রের

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ ডিএনসিসি মেয়রের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিলরদের প্রতি সপ্তাহে অন্তত একবার সমন্বয় সভা করার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

গতকাল সোমবার (২৮ মার্চ) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১১তম সভায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনভাবেই যেন অবহেলা না হয়।

এ সময় কাউন্সিলরদের অনুমতি ব্যতিরেকে বিদেশ ভ্রমণ না করার বিষয়ে নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

সভায় দুর্ঘটনায় মারা যাওয়া মো. আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা হারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কর্পোরেশনের সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সব কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: