টিএসসিতে শনিবারের নগদ সংগ্রহ ১ কোটি ৮৬ লাখ, মোবাইল ব্যাংকিংয়ে আরো ৪৯ লাখ
বন্যার্তদের সহায়তা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ৫০ এর অধিক ট্রাক বন্যা দুর্গত এলাকায় পৌঁছেছে। এছাড়া শুধু শনিবার নগদ ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ও শনিবার মিলে মোবাইল ব্যাংকিংয়ে ৪৯ লাখ ৮৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সমন্বয়ক সানজিনা আফিফা অদিতি।
অদিতি বলেন, এখনো কিছু টাকা গোনা বাকি আছে। আশা করি সংগৃহীত নগদ অর্থ কিছুটা পরিবর্তন হতে পারে। আশা করি সবমিলিয়ে আড়াই কোটি টাকার আশেপাশে হবে।
এদিকে গত শুক্রবার (২৩ আগস্ট) নগদ অর্থ সংগ্রহ এবং ব্যাংকিং মাধ্যম থেকে মোট অর্থ সংগ্রহ করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা সংগ্রহ করা হয়।