বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে ওরিয়ন
সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় খাদ্য ও মানবিক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ২২ আগস্ট থেকে নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ওরিয়ন।
পাশাপাশি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মাধ্যমে বন্যাকবলিতদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া বন্যা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ওরিয়নের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।